অষ্টম পাস যোগ্যতায় অঙ্গনওয়াড়িতে নিয়োগ শুরু, অনালাইনে আবেদন


পশ্চিমবঙ্গের নতুন করে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে নতুন করে পুনরায় বিজ্ঞপ্তি জারি হয়েছে।  এক্ষেত্রে প্রার্থীদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তি অষ্টম পাস। তবে বর্তমানে হুগলী জেলাতে শুরু হয়েছে, ধাপে ধাপে অন্যান্য জেলাতেও শুরু হবে।  বিস্তারিত নিচে বিশ্লেষণ করলাম

পদের নামঃ মোট দুটি পদে নিয়োগ করা হবে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ যদি অষ্টম পাস হয়ে থাকেন তবে এই পদের জন্য আবেদন করতে পারবেন।  আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম পাস এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। 

বয়স সীমাঃ ০১/০১/২০২৩ তারিখ অনুসারে বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতিঃ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।  অফিশিয়াল লিংকটি নিচে দেওয়ার রইল। 

কিভাবে আবেদন করবেনঃ 
  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে যে পদের জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করুন 
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করুন 
  • নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার ইমেইল আইডি দিয়ে নিজের বয়স জেন্ডার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করুন 
  • বিভিন্ন ডকুমেন্ট যেমন ফটো সিগনেচার কার সার্টিফিকেট (যদি থাকে) এক এক করে আপলোড করুন 
  • সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম এর কপি প্রিন্ট আউট করে রাখুন ভবিষ্যতের জন্য।

নিয়োগ  প্রক্রিয়াঃ নিয়োগ করানো হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।

নম্বরের বিভাজনঃ
মোট ৯০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা রয়েছে, এছাড়াও ইন্টারভিউ থাকবে ১০ নম্বরের অর্থাৎ সবমিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা থাকবে, 

সিলেবাসঃ  
  • মাতৃভাষায় রচনা লিখা থাকবে ১৫ নম্বরের 
  • পাটিগণিত ২০ নম্বরের 
  • পুষ্টি ও জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে মোট ১৫ নম্বরের
  •  ইংরেজি থেকে ২০ নম্বর 
  • সাধারণ জ্ঞান থেকে ২০ নম্বর
  • সর্বশেষে ইন্টারভিউ এর ১০ নম্বর 
সব মিলিয়ে মোট ১০০ নম্বর।
আবেদন করার শেষ তারিখঃ আগামী মাসের ০৪/০৯/২০২৩ তারিখের মধ্যেই আবেদন করতে হবে।

আফিসিয়াল ওয়েবসাইট ঃ click here
Previous Post Next Post