চন্দ্রযান ৩ বর্তমান অবস্থান দেখুন লাইভে ? কবে অবতরণ করবে চাঁদে?

চারিদিকে গর্ত মাটি অসমান বন্ধুর, সেখানে পাথর পড়ে রয়েছে। চাঁদের একেবারে মেরু জায়গার ছবি টুইট করেছে ইসরো। 


আর একদিনের অপেক্ষা। তারপরেই এই এলাকাতেই নামবে ভারতবর্ষের পাঠানো চন্দ্রজান ৩, এমন একটা জায়গাতে চন্দ্রযান তিনকে নামানোই ভারতবর্ষের কাছে তথা ইসরোর কাছে সবথেকে একটি বড় চ্যালেঞ্জ। চন্দ্র যান 2 এর ভেঙে পড়া এখনো উঁকি দিচ্ছে দুঃস্বপ্নে। কিন্তু চাঁদের মাটির কয়েক কিলোমিটার উপরেই বর্তমানে রয়েছে চন্দ্রযান ৩ এর অবস্থান। আগামীকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় ছটায় অবতরণ করার কথা রয়েছে চাঁদের বুকে। 
তবে নীলেশ এম দেশাই জানিয়েছিলেন, ২৩ অগস্ট বিক্রমের অবতরণের জন্য পরিস্থিতি যদি অনুকূল না হয়, তাহলে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে। সন্ধ্যে ছটার দুই ঘন্টা আগে চূড়ান্ত নির্ধারণ করা হবে চন্দ্রযান কি আগামীকাল সন্ধ্যে ছটায় চাঁদের বুকে অবতরণ করবে কিনা। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে সবকিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যা ছটায় চন্দ্রজান চাঁদের বুকে অবতরণ করবে, আগামীকাল না সম্ভব হলে সেই তারিখ পিছিয়ে 27 তারিখ কিংবা 28 তারিখ চন্দ্রযান তিনকে নামানো হবে চাঁদের বুকে।
ইতিমধ্যেই চন্দ্রযান তিন চাঁদের একদম কাছ থেকে তাদের মাটির ছবি ইসরো কে পাঠাতে সম্ভব হয়েছে। যে ছবি ইসরো তাদের অফিসিয়াল টুইটারে শেয়ার করেছে ।সেই ছবিগুলো আপনারা দেখে নিন।
চন্দ্রযান তিন অবতরণ করবে দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি ৭০ ডিগ্রী দ্রাঘিমাংশে। সেখানকার মাটি ও উঁচু-নিচু বন্ধুর কিন্তু বিজ্ঞানীরা সেখানে একটি আয়তাকার স্থানকে পছন্দ করে নিয়েছে। কিন্তু এই নয় যে পছন্দ করেছে বলে সক্ষম হবেই, অনেক প্রাতিকুলতা কে জয় করেই সেখানে অবতরণ করতে হবে। ইসরোর বিজ্ঞানীদের মনে যেমন উৎকন্ঠা রয়েছে, যেন সফলভাবে চন্দ্রযান তিন চাঁদে অবতরণ করতে পারে। সাথে অপেক্ষারত হয়ে আছে গর্বিত ভারতবাসী।
 জেনে রাখা ভালো আগামীকালকের মিশন সম্পূর্ণভাবে সফল হলে, আগামীকালকের পরের চন্দ্রযান ৩ যে সমস্ত ভিডিওগুলো ক্যাপচার করবে সেগুলো ইসরো লাইভে দেখাবে। আমরাও আকুল আগ্রহে রয়েছি, সেই বিজয়কে দেখার জন্য।
 নিচে একটি লিংক দিলাম যেখান থেকে আপনি লাইভে দেখতে পাবেন চন্দ্র যান তিনের বর্তমান অবস্থান।


লাইভ লিঙ্কঃ ক্লিক করুন 

চন্দ্রযান ৩ এর তোলা আরো ছবিঃ  ক্লিক করুন

Previous Post Next Post