ভারতীয় এয়ার ইন্ডিয়াতে Handyman মাধ্যমিক পাশে

 ভারতীয় এয়ার ইন্ডিয়া তরফে Handyman পদে নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানুনঃ

চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীদের ইংরেজি বলা ও লেখা জানা দরকার। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় এয়ার ইন্ডিয়া। এই নিয়োগে মোট ৯৭১ টি Handyman পদে কর্মী নিয়োগ হবে।



শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তাদের কর্মস্থলের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা: আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

মাসিক বেতন: নিয়োগ গ্রহণকারীদের মাসিক বেতন শুরু হবে ২১,৩৩০ টাকা এবং পরবর্তীতে বেতন বাড়তে থাকবে।

আবেদন পদ্ধতি: আবেদন অফলাইনে করতে হবে। আবেদন পত্র এই ঠিকানায় পাঠাতে হবে:
To HRD Department, AI Airport Service Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai- 400099

আবেদন ফি: GEN, OBC এবং EWS চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি প্রয়োজন নেই।

এই চাকরির সুযোগটি সম্পর্কে বিস্তারিত জানতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিম্নলিখিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পেতে পারেন:

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE 


এই চাকরির সুযোগ পেতে আবেদন জমা দিন। সুস্থ আগ্রহ এবং যোগ্যতার সাথে সফল হোন এই আশাই রাখে টীম প্রয়াস।

Previous Post Next Post