এলেন মাস্কের পুরনো অ্যাপ টুইটারের নাম পরিবর্তন করে করে দেওয়া হয়েছে এক্স। আর এই এক্স কে নাম পরিবর্তন করার পরেই এবার বড় পদক্ষেপ এলেন মাস্কের। গত বৃহস্পতিবার এক্স এর পক্ষ থেকে জানানো হয়েছে কোন ফোন নাম্বার ছাড়াই এক্স বা টুইটার এর মাধ্যমে করা যাবে অডিও এবং ভিডিও কল। তাও আবার কোন নাম্বার ছাড়াই ব্যবহার করা যাবে ANDROID, IOS বা PC বা MAC থেকে। সকল ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি এই পরিষেবা আসতে চলেছে এক্স বা পুরনো টুইটারে। বর্তমানে এই ফিচার্সটি রয়েছে টেস্টিং মোডে। এই এক্স এর লক্ষ্য দুনিয়ার ডিজিটাল কমিউনিকেশন গুলোকে দখল করা, তাই এই নতুন ফিচার, যেখানে ফোন নাম্বার ছাড়াই অডিও এবং ভিডিও কল করা যাবে, সেটি কেমন হবে? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের সঙ্গেও এই অ্যাপ কতখানি তুলনীয় হবে তাও এখনো অস্পষ্ট।