পুলিশে ৭৫৪৭ টি কনস্টেবল নিয়োগঃ আবেদন চলছে

চাকুরির একের পর এক সুখবর, স্টাফ সিলেকশন কমিশনের অধীনস্থ দিল্লি পুলিশে সাত হাজারেরও বেশি পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি এবং আবেদন শুরু হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত খুঁটিনাটি। 




বিজ্ঞপ্তি নম্বরঃ  HQ-PPI03/15/2023-PP_1

 শূন্যপদঃ 

  • কনস্টেবল (এক্সিকিউটিভ)- পুরুষ ৪৪৫৩ 
  • কনস্টেবিল (এক্সিকিউটিভ)- পুরুষ ((Ex-Servicemen (Others) (Including backlog SC- and ST-) ৬৬
  • কনস্টেবল এক্সকিউটিভ- পুরুষ (Ex-Servicemen [Commando (Para-3.1)] (Including backlog SC- and ST-) ৩৩৭
  • কনস্টেবল এক্সিকিউটিভ মহিলা- ২৪৯১
 বয়সসীমাঃ ০১ জুলাই ২০২৩ অনুযায়ী বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। (তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে) 

বেতনক্রমঃ পে-লেবেল ৩ অনুযায়ী বেতন হবে ২১৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতাঃ ১০+২ সিনিয়র সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। পুরুষদের ক্ষেত্রে হালকা জান চালানো অর্থাৎ মোটরসাইকেল চালানোর জন্য বৈধ লাইসেন্স থাকতে হবে। তবে মহিলাদের ক্ষেত্রে কোন বাধ্য বধকতা নেই। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের আগে শেষ হতে হবে। 

আবেদন ফীঃ তপশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনা কর্মী ও মহিলা প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফী লাগবে না। সাধারণের জন্য আবেদন ফি ১০০ টাকা পে করতে হবে, যা ভীম ইউপিআই কিংবা নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করতে পারবেন। 

প্রয়োজনীয় তথ্যাদিঃ আবেদন করার জন্য উচ্চমাধ্যমিকের মার্কশীট, জন্ম প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের এডমিট কার্ড, একটি বৈধ ইমেইল আইডি এবং সচল একটি মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক। এছাড়াও প্রয়োজন পড়বে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের। 

আবেদন পদ্ধতিঃ 
  • আবেদন করার জন্য সর্বপ্রথমে নিচে দেওয়া অফিশিয়াল লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 
  • প্রয়োজন হবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এরপরে মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আসবে। 
  • আইডি পাশওয়ার্ড দিয়ে লগইন করতে হবে 
  • প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে পেমেন্ট সেকশনে গিয়ে ডেবিট কার্ড এর মাধ্যমে বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ১০০ টাকা ফ্রি পেমেন্ট করতে হবে। (তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে কোন পেমেন্ট করার প্রয়োজন পড়বে না)
  • ফর্ম সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন রিসিভটি যত্ন করে রেখে দিতে হবে যত্ন করে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। 

আবেদনের তারিখঃ আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে, আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ রাত ১১ঃ০০ টা পর্যন্ত। 

পরীক্ষার মাধ্যমঃ পরীক্ষাটি হবে কম্পিউটার বেশ, যা হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লীক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ ক্লীক করুন 
Previous Post Next Post